বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ মে ২০২৪ ১৫ : ৩১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির প্রসঙ্গ উঠল, কিন্তু সদ্য ভাইরাল হওয়া স্টিং অপারেশনের ভিডিও এড়িয়ে গেলেন অমিত শাহ। এদিন দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরে জনসভা ছিল অমিত শাহের। বড়জোর ২০ মিনিট এদিন ভাষণ দেন তিনি। বেশির ভাগ সময়ই ইস্যু ছিল কাশ্মীর, রামমন্দির আর এনআরসি। মোটের ওপর জাতীয় রাজনীতির ইস্যুকেই হাতিয়ার করে এদিন রাজ্যের শাসক দলকে আক্রমণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু বাংলায় এসে রাজ্য রাজনীতি নিয়ে মুখই খুলতে পারলেন না তিনি।
বরং খানিকটা ব্যাকফুটে দেখাল তাঁকে। যে সন্দেশখালি নিয়ে এত হইচই ছিল কয়েকদিন আগে পর্যন্ত সেই ঘটনায় হঠাৎই চুপ করে গিয়েছে বিজেপি। এদিন সন্দেশখালি নিয়ে মুখ খুললেও তার সময় ছিল বড়দোর দেড় থেকে দু’ মিনিট। তাও শুধুমাত্র শাহজাহান নিয়ে আক্রমণ করলেন তৃণমূলকে। সদ্য ভাইরাল হওয়া স্টিং অপারেশনের প্রসঙ্গ না ছুঁয়েই বেরিয়ে গেলেন অমিত শাহ। শুধু বলে গেলেন,সন্দেশখালিতে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে মা-বোনেদের উপর অত্যাচার করেছে। যাঁরা অত্যাচার করেছেন, তাঁদের পাতাল থেকেও খুঁজে বার করে সাজা দেওয়া হবে’। ‘